Welcome Message








রাষ্ট্রদূত এম মাহফুজুল হক

বাংলাদেশ দূতাবাস, লিসবন, পর্তুগাল


রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা


পর্তুগালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দূতাবাসের ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি।

আপনারা জানেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গণঅভ্যুত্থান সংঘটিত হয়, যা গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক ন্যায়বিচারের দাবিতে সাধারণ জনগণ, তরুণ সমাজ ও পেশাজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফল। এর ধারাবাহিকতায় একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং দেশের প্রশাসনিক কাঠামোয় গঠনমূলক পরিবর্তন এসেছে। বর্তমান সরকার দেশের স্থিতিশীলতা ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে ও তাঁদের সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় অর্থনীতিতে রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করছে। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় ও গর্বের।

আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার দায়িত্বকালীন সময়কালে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রবাসী ভাই-বোন এবং সব সেবা প্রত্যাশীর জন্য আন্তরিক ও সন্তোষজনক সেবা প্রদান নিশ্চিত করতে দূতাবাস সর্বদা সচেষ্ট থাকবে। 

পর্তুগালে বসবাসরত সকলের নিকট বিনীত অনুরোধ আপনারা বাংলাদেশের মর্যাদা আরও সমুন্নত রাখতে সচেষ্ট থাকবেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি পর্তুগালের আইন-কানুন, সামাজিক আচার-আচরণ, মূল্যবোধ ও সংস্কৃতি প্রতিপালনে আরও যত্নবান ও সচেষ্ট হবেন। 

পর্তুগালে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ ও প্রবাসীদের কল্যাণে আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সহযোগিতা ও পরামর্শ একান্ত কাম্য।

আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।

Profile of Ambassador Dr. M Mahfuzul Haque



C O N S U L A R - S E R V I C E S - কনস্যুলার সেবা - C O N S U L A R - S E R V I C E S - কনস্যুলার সেবা -C O N S U L A R - S E R V I C E S - কনস্যুলার সেবা-C O N S U L A R - S E R V I C E S - কনস্যুলার সেবা-C O N S U L A R - S E R V I C E S - কনস্যুলার সেবা-C O N S U L A R - S E R V I C E S - কনস্যুলার সেবা*

Events

    খবর