সত্যায়ন


কাগজ/দলিলপত্র সত্যয়ন সংক্রান্ত সাধারণ তথ্যাবলীঃ

 বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ধরনের নথি যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সনদ, বিবাহের সনদ, একাডেমিক মার্কশিট ও সার্টিফিকেট, পাসপোর্ট কপি ইত্যাদি দলিলপত্রের প্রত্যয়ন সংক্রান্ত সেবা দিয়ে থাকে।  

দূতাবাস হতে যেকোন কাগজ/দলিলপত্র সত্যয়নের জন্য অথবা অন্য কোন কনস্যুলার সেবার জন্য এজেন্ট এর সরণাপন্ন হবার প্রয়োজন নেই। সেবাপ্রার্থীদের সব ধরনের সেবার জন্য সরাসরি দূতাবাসের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া  হচ্ছে।


কাগজ/দলিলপত্র সত্যয়নের পদ্ধতিঃ

  •  কন্স্যুলার কাউন্টারে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। ( আপনি ডাকযোগে দূতাবাসের ঠিকানায় আপনার কাগজপত্র পাঠাতে পারেন। ডাক পরিষেবা সম্পর্কিত আরও তথ্যের জন্য অনুগ্রহ করে নীচে দেখুন।)
  • কাউন্টারে প্রয়োজনীয় কন্স্যুলার ফি প্রদান করুন। কন্স্যুলার ফি শুধুমাত্র নগদ (ক্যাশ) অর্থ গ্রহণ করা হয়।
  • প্রত্যয়ন ফি (প্রতি পৃষ্ঠা):  ০৮ ইউরো
  • দূতাবাস কাউন্টারে আপনার কাগজপত্র এবং ফি জমা দিয়া আপনার রিসিপ্ট সংগ্রহ করুন। 


        আপনি একই দিনে নির্ধারিত সময়ে আপনার  সত্যায়িত দলিলপত্র সংগ্রহ করতে পারবেন।


প্রয়োজনীয় কাগজপত্র

  •  মূল কাগজ/ দলিল এবং তার ফটোকপি
  • বাংলাদেশী কাগজ/ দলিল এর ক্ষেত্রে তা অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হবে। পর্তুগিজ কাগজ/ দলিল এর ক্ষেত্রে পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হবে।


দূতাবাস কন্স্যুলার কাউন্টারের সময়সূচী (শুধু কর্মদিবসে): 

  •  কাগজপত্র এবং পাসপোর্ট গ্রহণ: সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত
  • কাগজপত্র এবং পাসপোর্ট বিতরণ: বিকাল ৩.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত


ডাকযোগে সেবাগ্রহণ:

 ডাকযোগে সেবা গ্রহণের লক্ষ্যে একটি ফেরতখাম সহ প্রয়োজনীয়ও কাগজপত্র দূতাবাসের ঠিকানায় প্রেরণ করুন। ফেরত খামের উপর অবশ্যই আপনার ঠিকানা লিখে দিতে হবে। প্রয়োজনীয় কন্স্যুলার ফি এবং ডাকমাশুল বাবদ অতিরিক্ত ০৪ ইউরো পোস্টাল চেক এর মাধ্যমে দূতাবাসের ঠিকানায় পাঠাতে হবে। এছাড়াও আপনি ডাকযোগে কাগজপত্র পাঠিয়ে পরবর্তীতে সরাসরি দূতাবাস থেকে তা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ফেরতখাম এবং ডাক মাশুল (০৪ ইউরো) পাঠাতে হবে না। শুধুমাত্র প্রয়োজনীয় কন্স্যুলার ফি পোস্টাল চেক এর মাধ্যমে দূতাবাসের ঠিকানায় পাঠাতে হবে।

 


ঠিকানাঃ 

Consular Section

Embassy of Bangladesh

Estr. Forte do Alto Duque LT - 1587, 1400-157 Lisbon