Consular Services and Fees

কন্স্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করতে হবে:

১। যেকোনো প্রকার কন্স্যুলার সেবা গ্রহণের জন্য সেবা গ্রহণকারী ব্যক্তিকে নিজে উপস্থিত হতে হবে। সেবা গ্রহণকারীর পক্ষ হয়ে অন্য কোন ব্যক্তি কর্তৃক সেবা গ্রহনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

২। কেবলমাত্র পিতা-মাতা তাদের সন্তানদের পক্ষে, এবং স্বামী-স্ত্রী একে অপরের পক্ষে কন্স্যুলার সেবা গ্রহণ করতে পারবেন।

৩। ই-পাসপোর্ট/ এমআরপি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীকে নিজে উপস্থিত হয়ে পাসপোর্ট গ্রহণ করতে হবে। অন্য কারো মাধ্যমে ই-পাসপোর্ট/এমআরপি সংগ্রহ করা যাবে না।

সেবাপ্রা্থীরা ইচ্ছা করলে নিজ দায়িত্বে নিজ খরচে যথাযথ আবেদন সাপেক্ষে দূতাবাস হতে ইস্যুকৃত পাসপোর্ট ডাকযোগে গ্রহণ করতে পারবেন।