Frequent Ask Question

 

সাধারণ জিজ্ঞাসাঃ


প্রশ্ন:     আগামীকাল কি দূতাবাস খোলা আছে?

উত্তর:   সাধারণত, পর্তুগালের সাপ্তাহিক ছুটি ও সরকারী ছুটি এবং বাংলাদেশের সরকারি ছুটিতে দূতাবাস বন্ধ থাকে। দূতাবাস বন্ধ থাকলে দূতাবাসের ফেইসবুক পেজ এ নোটিশ করে জানানো হয়।

প্রশ্ন:     দলিলপত্রাদি  পাসপোর্ট আবেদন জমাদানের সময়সূচী কখন?

উত্তর:   দলিলপত্রাদি ও পাসপোর্ট আবেদন জমাদানের সময়: সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০ এবং ডেলিভারী প্রদান বিকাল ৩.৩০ থেকে ৪.৩০ (রমজান মাস ব্যতীত)।

প্রশ্ন:     ডাকযোগে কী সেবা গ্রহণ করতে পারব এবং কীভাবে পে করব?

উত্তর:   হ্যাঁ, দূরবর্তী শহরসমূহ হতে ডাকযোগে সেবা গ্রহণ করতে পারবেন। পে করার জন্য পর্তুগালের CTT পোস্ট সার্ভিস এর মাধ্যমে Bangladesh Embassy এ নামে পে করতে পারবেন।

প্রশ্ন:     ব্যাংক কার্ড দিয়ে কি পেমেন্ট করা যাবে?

উত্তর:   না, দূতাবাসের কাউন্টারে নগদ ক্যাশ গ্রহণ করা হয়।

প্রশ্ন:     অন্য কারো পাসপোর্ট আবেদন কী আমি করতে পারব?

উত্তর:   না, একজনের পাসপোর্ট আবেদন অন্য কেউ জমা প্রদান করতে পারবেন না।

প্রশ্ন:     পাসপোর্ট ডেলিভারীর জন্য রেডি/ প্রস্তুত আছে কিনা কিভাবে জানব?

উত্তর:   পাসপোর্ট ডেলিভারীর জন্য রেডি/প্রস্তুত হলে দূতাবাসের ফেইসবুক পেজ এ আবেদন পত্রের  ইআইডি নম্বর ও নামসহ লিস্ট আপলোড করে দেওয়া হয়।

প্রশ্ন:     নো-ভিসা অনলাইন আবেদনে পেমেন্ট কিভাবে করব?

উত্তর:   নো-ভিসা অনলাইন আবেদনের সময় পেমেন্ট অপশনটি স্কিপ করুন এবং দূতাবাসে আবেদন জমাকালীন সময় নো-ভিসা ফিস ক্যাশ প্রদান করুন।

 প্রশ্ন:     নতুন পাসপোর্ট (MRP) এর আবেদন এর জন্য কি প্রয়োজন?

উত্তর:   ১। www.passport.gov.bd অনলাইনে আবেদন করতে হবে।

২। আবেদন ফরমের প্রিন্টেড কপি।

৩। আবেদনকারীর জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (অনলাইনে থাকতে হবে)।

৪। ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।

৫। পর্তুগালে জন্মগ্রহণকারী বাংলাদেশীদের সন্তানদের ক্ষেত্রে পর্তুগালের জন্ম সনদের ফটোকপি ও  পিতামাতার বাংলাদেশী পাসপোর্ট এর ফটোকপি এবং পিতামাতার ০১ কপি ছবি।

৬। ফিস: ১০০ ইউরো, ছাত্রদের ৩০ ইউরো।

প্রশ্ন: পাসপোর্ট রি-ইস্যু (MRP) এর জন্য কি প্রয়োজন?

 ১। পূরণকৃত রি-ইস্যু আবেদন ফরম (ফরম পাওয়া যাবে ওয়েবসাইটঃ dip.gov.bd বা  bdootlisbon.com অথবা প্রিন্টেড কপি সরাসরি দূতাবাসের ওয়েটিং রুমে  সংরক্ষিত)।

২। পুরাতন পাসপোর্ট এর ফটোকপি ও মূল পাসপোর্ট।

৩। সীমিত তথ্য সংশোধনের জন্য প্রমাণাদি ।

৪। ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে আইডি কার্ডের ফটোকপি অথবা স্কুল/কলেজ হতে  ডিক্লিয়ারেশন।

৫। হারানো পাসপোর্টের ক্ষেত্রে থানা থেকে প্রাপ্ত জিডি এর ০১ সেট ফটোকপি।

৬। ফিস: ১০০ ইউরো, ছাত্রদের ৩০ ইউরো।

 প্রশ্ন: নো ভিসা রিকোয়্যার্ড (NVR) এর জন্য কি প্রয়োজন?

 ১। visa.gov.bd অনলাইনে আবেদন করতে হবে।

২। আবেদন ফরমের প্রিন্টেড কপি।

৩। বাংলাদেশী ও বিদেশী মূল পাসপোর্ট এবং এর ফটোকপি।

৪। ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।

৫। পর্তুগালে জন্ম গ্রহনকারী বাংলাদেশীদের সন্তানদের ক্ষেত্রে পর্তুগালের জন্ম সনদের ফটোকপি ও পিতামাতার বাংলাদেশী পাসপোর্ট এর ফটোকপি ।

প্রশ্ন:     সকল প্রকার দলিল বা কাগজ পত্রাদি প্রত্যায়ন / সত্যায়ন এর জন্য কি প্রয়োজন?

১। মূল কাগজ পত্র যা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যায়নকৃত হতে হবে।

২। ফিস ৮ ইউরো (প্রতি ডকুমেন্টস)

প্রশ্ন:     সকল প্রকার ডিক্লারেশন এর জন্য কি প্রয়োজন?

১। মূল কাগজ পত্র।

২। পাসপোর্ট এর ফটোকপি।

৩। ফিস ১০ ইউরো।

 প্রশ্ন:     ড্রাইভিং লাইসেন্স এর ডিক্লারেশন ও সত্যায়ন এর জন্য কি প্রয়োজন?

 ১। মূল ড্রাইভিং লাইসেন্স।

২। ড্রাইভিং লাইসেন্স এর রঙিন ফটোকপি।

৩। পাসপোর্ট এর ফটোকপি।

৪। ফিস ১৮ ইউরো।

প্রশ্ন:     পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন পত্রের কপি সত্যায়ন এর জন্য কি প্রয়োজন?

১। আবেদন ফরমের প্রিন্টেড কপি।

২। মূল পাসপোর্ট এবং পাসপোর্ট এর ফটোকপি।

৩। ফিস ৮ ইউরো।

প্রশ্ন:     এন্ট্রি নিবন্ধনের এর জন্য কি প্রয়োজন?

 ১। মূল পাসপোর্ট।

২। ফিস ০ ইউরো।

প্রশ্ন:  পাওয়ার অফ এটর্নি এর জন্য কি প্রয়োজন? 

 ১। মূল পাওয়ার অফ এটর্নির দুই সেট।

২। পাওয়ার দাতার মূল পাসপোর্ট এবং ফটোকপি।

৩। পাওয়ার গ্রহীতার জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এর কপি।

৪। পাওয়ার দাতা ও গ্রহীতার ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।

৫। পাওয়ার দাতাকে দূতাবাসে এসে কর্মকর্তার সামনে পাওয়ার অফ এটর্নিতে স্বাক্ষর করতে হবে।

৬। ফিস ২০ ইউরো।

প্রশ্ন:     জন্ম সনদ (পর্তুগালে জন্ম নেয়া শিশুদের জন্য) এর জন্য কি প্রয়োজন?

১। bdris.gov.bd অনলাইনে আবেদন করতে হবে।

২। আবেদন ফরমের প্রিন্টেড কপি।

৩। পর্তুগালের জন্ম সনদের ফটোকপি ও ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি।

৪। শিশুর পিতা ও মাতার বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি এবং অনলাইন জন্মসনদের ফটোকপি।

৫। ফিস ৪৫ দিনের নিচে ফ্রি, ৪৫ দিন ও তার বেশী হলে ০১ ইউরো।

প্রশ্ন:     পাসপোর্ট ডেলিভারী নেয়ার জন্য কি প্রয়োজন?

 ১। মূল পুরাতন পাসপোর্ট । ২। দূতাবাস হতে প্রদত্ত মূল ডেলিভারী স্লিপ।

৩। দূরবর্তী শহরসমূহ হতে ডাকযোগে ডেলিভারি নেওয়ার জন্য ০৩ ইউরোর ডাকটিকেট/পোস্টাল চেকসহ ডান পাশে ঠিকানা সম্বলিত একটি ফেরতখাম প্রেরণ করবেন।